আজ ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে বরমাতে রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজ উদ্বোধন


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় প্রধান অতিথি থেকে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন রজায়ী যুব তরিকত কমিটি বাংলাদেশের চেয়ারম্যান ও ওষখাইন দরবার শরিফের শাজ্জাদনশীন পীরজাদা আলহাজ্ব মুহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল সওদাগরের সভাপতিত্বে ও মসজিদের পেশ ইমাম মাওলানা নুর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আবু ইসুফ নুর আলকাদেরী, মাওলানা মোহাম্মদ কমরুউদ্দীন নুরী, মাওলানা শওকত রেজা, মাষ্টার এনাম, সমাজসেবক হাজি নুরুল হাকিম, ব্যবসায়ী নুর হোসেন সওদাগর, আলী সওদাগর, কবির সওদাগর, আবদুল আলিম, নাজিম সওদাগর, রহমত আলী মাঝি, শফিউল আলম, সাংবাদিক ওমর ফারুক, মোরশেদুল আলম, প্রবাসী কুতুবউদ্দিন, ব্যবসায়ী শহিদুল আলম, প্রবাসী মউনুদ্দীন, আবু ছৈয়ুদ, সাকিল, প্রবাসী আবুল কাসেম, ব্যবসায়ী সিরাজুল হক, প্রবাসী আলাউদ্দীন, মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান,মোহাম্মদ সাইফুল আলম খন্দকার, আবুল বসর, সাইফুউদ্দীন, আহমদ জমির, ফজল করিম, মোস্তাক, মফিজুর রহমান, প্রবাসী রফিকুল ইসলাম, মহিউদ্দিন সওদাগর প্রমুখ।

ভিত্তিপ্রস্তর শেষে দেশ-জাতির কল্যাণে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবু ইসুফ নুর আলকাদেরী। মসজিদের কমিটির নেতৃবৃন্দ সকল ধর্মপ্রাণ মানুষদের মসজিদ নির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান জানান। (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ‘যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তা‘আলা তার জন্য অনুরূপ ঘর জান্নাতে তৈরী করে দিবেন।’ (সহীহ বুখারী-৪৫০, সহীহ মুসলিম-৫৩৩, ইবনে মাজাহ-৭৩৮)। অত্র মসজিদ নির্মাণের জন্য আপনারা মুক্ত হস্তে দান করে আল্লাহ তায়ালার নিকট জান্নাতে অনুরূপ ঘর অর্জনের সৌভাগ্য লাভ করুন।

আর্থিক সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ পার্সোনাল নাম্বার 01819337285 (এবং) আইএফআইসি ব্যাংক হিসাব নাম্বার 0220248792031


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর