মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চন্দনাইশে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জান্নাতুল ফেরদৌস (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক জান্নাতুল ফেরদৌস কক্সবাজার জেলার রামু থানার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা (টিলাপাড়া) এলাকার মোহাম্মদ হোসেনের স্ত্রী। মঙ্গলবার (১৫ মার্চ) ভোর ৩টার দিকে চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) খালেকুজ্জামান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে চট্টগ্রামমূখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে তাকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, আটক জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply