আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে পবিত্র মাহে রমজানের স্বাগত মিছিল অনুষ্ঠিত


মুহাম্মদ আরফাত হোসেন-বিশেষ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান কে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার আওতাধীন কাঞ্চনাবাদ ও জোয়ারা ইউনিয়ন শাখার যৌথ উদ্যােগে স্বাগত মিছিল ও সমাবেশ গত ১ এপ্রিল বাদে আসর অনুষ্ঠিত হয়। মিছিলটি সৈয়দ আমির কুলাল পাড়া শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে কক্সবাজার আরাকান মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সমাপ্ত হয়। এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্রগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি মাওলানা আব্দুর রহিম আনসারী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মো. হাবিবউল্লাহ মাস্টার, সহ-সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, উপজেলার যুগ্ন- সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, জোয়ারা ইউনিয়ন শাখার সভাপতি মাও. মিশকাতুল ইসলাম মোজাহিদী, সাধারণ সম্পাদক সোহেল রানা, জামেয়া তাহেরিয়া আনওয়ারুল উলূম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. ইসলাম, সুপার মাও. রাশেদুল ইসলাম, সরওয়ার উদ্দিন, শাহনেওয়াজ চৌধুরী শুভ, কাঞ্চনাবাদ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাও. নাসির, সাংগঠনিক সম্পাদক হোসাইন প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর