আজ ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে দুস্থদের মাঝে হারলা মুসলিম ইয়ং সোসাইটির অনুদান বিতরণ


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশ সদরস্থ হারলা মুসলিম ইয়ং সোসাইটির উদ্যোগে গরীব অসহায় পরিবারের মাঝে বিয়ে ও ক্যান্সার রোগী চিকিৎসা সেবায় অনুদান প্রদান করা হয়। এতে সর্বমোট ১লক্ষ ২৫ হাজার নগদ অর্থ প্রদান করা হয়েছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নয়াহাট বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। সোসাইটির আহবায়ক মো. শফিউল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদস্য সচিব শফিউল আলম, সাবেক সভাপতি আবদুল হান্নান, সদস্য হেলাল উদ্দিন, মো. নুর হোসেন, ফরিদ উদ্দিন, মোহাম্মদ ছোটন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

উল্লেখ্য, চন্দনাইশ সদরের হারলায় আর্তমানবতার সেবায় ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত “হারলা মুসলিম ইয়ং সোসাইটি” সংগঠনটি সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত। প্রধান অতিথি বলেন, আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা। জীবনের উদ্দেশ্য শুধু নিজেকে সুখী করা নয় বরং উদ্দেশ্য হওয়া উচিত অন্যকে সুখী করা। পৃথিবীতে দান করে কিংবা মানবসেবা করে কেউ কখনো গরীব হয়নি, বরং গরীব মানসিকতার মানুষরাই কখনো কারো জন্য কিছু করতে পারেনি। পৃথিবীতে সেই মানুষগুলোই সবচেয়ে সুখের কাছাকাছি যেতে পেরেছে, যারা নিজেদেরকে আর্তমানবতার সেবায় বিলিয়ে দিতে সক্ষম হয়েছে। নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝেই রয়েছে সবচেয়ে বড় আনন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর