আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ


চন্দনাইশ প্রতিনিধি

৭ দফা দাবি সংবলিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি এবং জনমত গঠনে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্নস্থানে লিফলেট বিতরণ ও পথসভা করেছে জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং চন্দনাইশের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার কাঞ্চননগর বিজিসি ট্রাস্টের সামনে থেকে শুরু হয় লিফলেট বিতরণ ও জনসংযোগ। পরে উপজেলা বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও সচেতন মহলের মানুষের মাঝে লিফলেট বিতরণ এবং উপজেলা সদর, থানা, উপজেলা পরিষদ ও দোহাজারী পৌরসভার বিভিন্ন স্থানে প্রচারপত্র বিতরণ করা হয়েছে।

‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এ দাবিকে সামনে রেখে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপসহ ৭ দফা দাবি উল্লেখ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও দপ্তর সেলের সদস্য মুহাম্মদ হাসান আলী। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও সমন্বয়কগণের মধ্যে উপস্থিত ছিলেন সরোয়ার কামাল, ডাঃ শাহরিয়ার হোসেন, তৌহিদুল ইসলাম সাঈদ,হাসনাত আবদুল্লাহ,নাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম রাব্বি, জুবাইর, সাইমন, আকিব, শরীফ, মোঃ ইরফান সহ অন্যান্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর