আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন


চন্দনাইশ প্রতিনিধি

উৎসাহ উদ্দীপনায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ১৩তম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ওই পরীক্ষা শুরু হয়। সব মিলিয়ে প্রায় ৬০০ জন ছাত্রছাত্রী এতে অংশ নেয়।

পরীক্ষার হল পরিদর্শন করেন চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক রূপন কুমার নাথ, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক ওমর ফারুক, হালিম লিয়াকত চন্দনাইশ (আংশিক) পরিচালক নুর হোসেন, চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আবু ছৈয়দ, সাবেক অর্থ সম্পাদক মোঃ ফরমান উল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রায়হান, সিনিয়র কর্মকর্তা মোঃ খায়ের আহমেদ রুবেল, মোজাম্মেল হক, মোঃ আরাফাত, জাকের হোসেন, রুহুল আমিন, ওসমান গণি, মোঃ ছালেহ উদ্দিন, মোঃ হানিফ, আমির হোসেন, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর