আজ ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে অভিবাসী ও প্রবাসী দিবস পালন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গিকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার” এই স্লোগান নিয়ে ১৮ ডিসেম্বর বুধবার চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রত্যাশী- সিমস প্রকল্পের সহযোগিতায় এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে পরবর্তীতে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দীন, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, পিপিএসের ইডি নুরুল হক ও কাঞ্চনাবাদ ইউপি সদস্য সুলতানা পারভীন। স্বাগত বক্তব্য দেন প্রত্যাশীর এরিয়া ম্যানেজার মো. খোরশেদ আলম ও সঞ্চালনা করেন মো. শাহ আলম। এতে এও মেরী চৌধুরী, মো: মহিউদ্দীন ইরফান, দেবাশীষ রুদ্র, উর্বশী দাশ, হুমায়ুন কবির মিকুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, এনজিও কর্মী, প্রবাসী ও প্রবাসী পরিবারের সদস্য, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে বক্তারা বলেন, আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস গুরুত্বপূর্ণ একটি দিন। প্রবাসীদের কথা স্মরণ করার দিন। বাংলাদেশের সাড়ে ১৬ কোটি জনসংখ্যার মধ্যে থেকে প্রায় ১ কোটি মানুষ প্রবাসে থাকে যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল তারা যে টাকা বা রেমিট্যান্স পাঠায় যা দিয়ে তাঁদের পরিবারের স্বচ্ছলতা ও দেশের সামষ্টিক অর্থনীতির চাকা সচল থাকে। তাঁদের এই অবদান দেশের অর্থনীতিতে অনস্বীকার্য। সুতরাং দেশে বা বিদেশে আমাদের কোন প্রবাসী ভাই যেন কোন প্রকার হয়রানির স্বীকার না হয়- সে বিষয়ে সতর্ক থাকা উচিত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর