আজ ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে অপহরণ মামলার পলাতক আসামি গ্রেফতার


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চন্দনাইশে দীর্ঘ আট মাস পর অপহরণ মামলার পলাতক আসামি আবদুল হাকিম ওরফে মো. রফিক (৫০) কে চকরিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোর রাতে অভিযান চালিয়ে কক্সবাজার জেলার চকরিয়া থানার হারবাং এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী কক্সবাজার জেলার চকরিয়া থানার হারবাং উপজেলার সোলতান আহম্মদের বাড়ী এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত বছরের ৩০ জুলাই বিকেল ৪ টার সময় উপজেলা বৈলতলী জাফরাবাদ এলাকার মো.আলম ওরফে মো.আলীর মেয়ে নাবিলা সুলতানা ইস্পা (৩) কে তার বাড়ীর উঠান থেকে কৌশলে অপহরহণ করে নিয়ে যায় গ্রেফতারকৃত আসামী রফিক। পরে একই বছরের ০১ আগস্ট চন্দনাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করা হয়।

অভিযোগের প্রেক্ষিতে গত ০২ আগস্ট অপহরণকৃত ভিকটিম নাবিলা সুলতানা ইস্পাকে উদ্ধার করা হলেও আসামী ছিল ধরা ছোঁয়ার বাহিরে। অবশেষে দীর্ঘ আট মাস পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকরিয়া থানার হারবাং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, অপহরণ মামলার পলাতক আসামি আবদুল হাকিম ওরফে মো.রফিক কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর