আজ ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে নিত্য পণ্যের বাজার তদারকিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা


নিউজ ডেক্স >>> আজ ১৮ মার্চ ২০২৫ খ্রি. তারিখ জেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের কর্ণেলহাট কাঁচাবাজার, আফমী প্লাজা (পাঁচলাইশ) ও চৌধুরীপাড়া বাজার (হালিশহর, আগ্রাবাদ) এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। জনসাধারণের সচেতনতা বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসনের বিশেষ ঈদ বাজার মনিটরিং-এর অংশ হিসেবে আফমী প্লাজা (পাঁচলাইশ) এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি),বাকলিয়া সার্কেল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাসুমা আক্তার কণা। এ অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারার আওতায় ৫টি মামলায় ১,১৫,০০০/- (এক লক্ষ পনের হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।কর্ণেলহাট কাঁচাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রামের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাদমান সহিদ এবং জনাব ইজাহারুল আহম্মেদ শিহাব। কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারার আওতায় মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্য আদায়সহ বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি মামলায় মোট ৫,৫০০/- (পাঁচ হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।চৌধুরীপাড়া বাজার (হালিশহর, আগ্রাবাদ)-এ অভিযান পরিচালনা করেন আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তানভীর হাসান তুরান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২টি মামলায় ১২,০০০/- (বারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিক্রেতাদের সতর্ক করা হয় এবং ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হয়। জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মোবাইল কোর্ট কার্যক্রম চলাকালে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর