আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম আইনজীবী সমিতির এডহক কমিটি থেকে সরে দাঁড়ালেন এক সদস্য


চাটগাঁর সংবাদ ডেস্ক: চট্টগ্রাম আইনজীবী সমিতির এডহক কমিটি থেকে সরে দাঁড়ালেন এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন।

আজ রবিবার (১৩ এপ্রিল) এডহক কমিটিতে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন লিখেন, সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে একটি নির্বাচন কমিশন গঠন করে আমাদের উপর দায়িত্বভার অর্পণ করা হয়। কিন্তু উক্ত নির্বাচনে স্বচ্ছতা ও সকলের অংশ গ্রহণ নিশ্চিত করা সম্ভব না হওয়ায় এবং তা প্রশ্নবিদ্ধ হওয়ায় আমি ব্যক্তিগতভাবে মর্মপীড়ায় ভুগছি। যা চট্টগ্রাম বারের ইতিহাস ঐতিহ্যকে ক্ষতিগ্রস্থ করেছে মর্মে আমি মনে করি।

এ অবস্থায় আমি বর্তমানে এডহক কমিটির সদস্য হিসেবে অর্পিত দায়িত্ব পালনে ইচ্ছুক নই। এমন পরিস্থিতিতে বিবেকের তাড়নায় দায়িত্ব পালন থেকে বিরত থাকা এবং পদ থেকে অব্যাহতি গ্রহণ করাকে আমি সম্মান ও দায়িত্বশীলতার অংশ হিসেবে বিবেচনা করছি।

আমি এডহক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং অনতিবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করার অনুরোধ জানাচ্ছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর