মোঃ রবিউল হোসেন খান, খুলনা:
গনতন্ত্র অলিম্পিয়াড খুলনায় সফল ভাবে শেষ হলো। সুশাসনের জন্য নাগরিক সুজন ও দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে গতকাল সকালে খালিশপুর সরকারী হাজী মুহসিন কলেজ অডিটোরিয়ামে খুলনায় চার শতাধিক শিক্ষার্থীদের নিয়ে শেষ হলো গনতন্ত্র অলিম্পিয়াড। ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সুশাসনের জন্য সুজন খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী হাজী মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুকে আযম মু: আ: ছালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই কলেজের শিক্ষক আবুল বাশার,রাশিদা ইসলাম, সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডা: সৈয়দ মোসাদ্দেক আলী বাবলু ও সাধারন সম্পাদক খলিলুর রহমান সুমন। সভা পরিচালনা করেন হাঙ্গার প্রজেক্টের প্রগ্রাম অফিসার রুবিনা আক্তার। উক্ত গনতন্ত্র অলিম্পিয়াডে পাঠ্যপুস্তকের বাহিরে শিক্ষার্থীদের ৫০ মার্কের পরিক্ষা নেওয়া হয়। এর পর পরিক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয়।এ পরিক্ষায় প্রথম স্থান অধিকার করে মুহসিন কলেজ রাস্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র রিপন মৃধা।
Leave a Reply