আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

খুলনায় বৈশাখীর হত্যাকারী যৌতুক লোভী স্বামী মাসুমের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।


মোঃ রবিউল হোসেন খান,খুলনা ব্যুরো >>> খুলনায় মারিয়া সুলতানা বৈশাখীর হত্যাকারী যৌতুক লোভী স্বামী মাসুম বিল্লাহ সরদার ও তার মা নুরজাহান বেগমের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩ থেকে পাঁচটা পর্যন্ত মোস্তর মোড় বাইপাস সড়ক অবরোধ করে
মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা।এলাকাবাসীরা বলেন, বৈশাখীকে জামাই ও শাশুড়ি দুইজন অত্যাচার করে হত্যা করেছেন। প্রায় তিন বছর আগে মুজগুন্নী সরদার বাড়ীর আরিফ বিল্লাহর সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের পর থেকেই যৌতুকের দাবিতে বৈশাখীর উপর অমানুষিক নির্যাতন করতেন মাসুম বিল্লাহ। বৈশাখীকে হত্যার পর জামাই মাসুম বিল্লাহ হত্যাকে সাধারণ মৃত্যু বলে চালানোর উদ্দেশ্যে ৪ ফেব্রুয়ারি সকালে আদ-দ্বীন হাসপাতালে বৈশাখীকে অচেতন অবস্থায় আনলে ওই হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। মানববন্ধনে বৈশাখীর বাবা মোহাম্মদ মিলন হোসেন, মা খাদিজা বেগম বলেন, রাতে হত্যা করার পর আমার মেয়েকে আই ওয়াশ এর জন্য হাসপাতালে নিয়ে যান। আদ-দ্বীন হাসপাতালের ডাক্তার বলেছে মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। এরপর মাসুম বিল্লাহ ও তার মা আমাদের ভয় ভীতি দেখালে ভয় পেয়ে সব মেনে নেব ভেবেছে। এ বিষয় নিয়ে আমাদের সাথে বাগবিতণ্ডা হওয়ার পর তারা পালিয়েছে। এই ঘটনায় জড়িত হত্যাকারী মাসুম বিল্লাহ ও তার মা-সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বৈশাখীর পরিবার ও এলাকাবাসীরা।এ বিষয়ে খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের পর পরিবারের কাছে বৈশাখের লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় খালিশপুর থানায় একটি মামলা হয়েছে। তারিখ ৬ ফেব্রুয়ারি মামলা নং ৫। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন এলাকাবাসী। এসময় উপস্থিত ছিলেন আরিফুল, আলামিন, রাকিব, ইমরান, বাবু, শাহীন, হাবিবুর, রবিউল, সাগর, কাশেম, শহিদুল, রফিকুল, হোসেন, ঝিলু, কনা, মনিরা, ফাতেমা, সাদিয়া, লাবনী, মরিয়ম, সালেহা, রুনা সহ এলাকাবাসী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর