মোঃ রবিউল হোসেন খান : খুলনা ব্যুরো >>> খুলনায় প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে পালিয়েছে প্রেমিকা।শহিদুল (৩৮) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে পালিয়ে গেছে তার কথিত প্রেমিকা। গতকাল গভীর রাতে নগরীর ফেরিঘাট মোড়ের মোসুমী হোটেলে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত শহীদুল পাইকগাছা উপজেলার কমলাপুর গ্রামের আজিবরের ছেলে।মৌসুমী আবাসিক হোটেলের ম্যানেজার কাইয়ুম জানান,শহিদুল ইসলাম তার কথিত প্রেমিকা নিয়ে রাত ৮ টার দিকে হোটেলে আসেন এবং নিজেদের সামী স্ত্রী পরিচয় দিয়ে হোটেলের ৪র্থ তলার ২ নম্বর কক্ষে ওঠেন। রাত আড়াইটার দিকে, শহিদুলের কথিত স্ত্রী ম্যানেজারকে ডেকে ওঠান ও তাকে ঔই কক্ষে নিয়ে যান।সেখানে শহিদুলের শরীরে রক্ত দেখে কাইয়ুম বিষয়টি জানতে চাইলে, শহিদুল তার পাইলসের সমস্যার আছে বলে জানান। তিনি বলেন, তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে।পরবর্তীতে শহিদুলকে ইজিবাইকে করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি রক্ত মাখা ব্লেড উদ্ধার করা হয়েছে। পুলিশকে জানানো হলে, তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কথিত প্রেমিকের বিষয়ে জানতে চাইলে, হোটেলের ম্যানেজার মো: কাইয়ুম জানান, শহিদুলকে হাসপাতালে রেখে আশা নামের ওই কথিত প্রেমিকা সটকে পড়ে।
Leave a Reply