আজ ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খালিশপুর থানা যুবদল উদ্যোগে খালিশপুর থানা বিএনপি নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদকে সংবর্ধনা


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

খালিশপুর থানা যুবদল উদ্যোগে খালিশপুর থানা নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৮ ডিসেম্বর বাদ আছর খালিশপুর থানা বিএনপি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মঈনুদ্দীন খান নয়নের সভাপতিত্বে ও সুমন হাওলাদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় খালিশপুর থানা যুবদলের নেতৃবৃন্দের পক্ষ থেকে খালিশপুর থানা নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুসকে ফুলেল শুভেচছা জানানো হয়।

এ সময় সংবর্ধিত প্রধান অতিথি বিপ্লবুর রহমান কুদ্দুস বলেন, আমাকে খালিশপুর থানা কাউন্সিলে যারা ভোট দিয়েছেন কিংবা দেননি আমি সকলেরই নির্বাচিত প্রতিনিধি এবং আমি মনে করি সব ভোট আমি পেয়েছি। গত ২০ তারিখের আগে খালিশপুর থানা বিএনপি যেভাবে পরিচালিত হয়েছে মুল দল ওয়ার্ড গুলোকে ভেঙ্গে দিয়েছে এভাবে সংগঠন চলবে না। সংগঠন সাংগঠনিক নিয়মে চলবে। যে যেখানে সন্মান পাওয়ার যোগ্য, যে যেখানে থাকার প্রয়োজন তাকে সেখানে দিয়ে দল সাজানো হবে।দলকে গঠন করা হবে।খালিশপুর থানা যুবদল ৫ তারিখের আগে ছাত্র জনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। তখন মাঠে কারা ছিল সব কিছু বিবেচনা করেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি আরো বলেন, মঈনুদ্দীন খান নয়ন সহ যারা এখানে রয়েছে তারা সকলে যুবদলের পরিক্ষিত কর্মী।আমাদের মনে রাখা উচিত বিএনপি মুল সংগঠন তাই সহযোগী সংগঠন গুলোকে সাহায্য করবে কারন ভবিষ্যতে তারাই বিএনপিকে নেতৃত্ব দিবে।কর্মীদের পছন্দের ব্যক্তির চেয়ে সংগঠনের প্রতি বেশি যত্নশীল হতে হবে।তাহলে সংগঠন শক্তিশালী হবে। তিনি আজ খালিশপুর থানা যুবদল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা ভুট্রো,১৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম, থানা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব আলমগীর তালুকদার, সাবেক মহানগর যুবদল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ লিটন,১১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ হোসেন, ১০ নং ওয়ার্ড সভাপতি শাহিন পাটোয়ারী, ৯ নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক জুয়েল রানা,১২ নং ওয়ার্ড যুবদল সভাপতি সোহেল রানা প্রিন্স,১৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাকসুদুল হাসান বাপ্পি,১৩ নং ওয়ার্ড যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ৭ নং ওয়ার্ড যুবদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুর খালিদ রাস্তী,১৫ ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর শরীফ,১০ নং যুবদল নেতা লিটন হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: রাজু, মো: কালু, মো: সুমন, মো: আসাদুল ইসলাম, মো: বেল্লাল হোসেন, শুকুর আমিন,সুমন,আলামিন, মো: নজরুল, মো: ফারুক, মো: হাবিব প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর