আজ ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কেন্দ্রীয় তপোবন আশ্রম কার্যকরী পরিষদের সাথে আঞ্চলিক শাখাসমূহের পরিচিতি ও সমন্বয় সভা সম্পন্ন


নিজস্ব প্রতিনিধি:

কেন্দ্রীয় তপোবন আশ্রম কার্যকরী পরিষদের উদ্যোগে গত ১৭ জুন ২০২২ খ্রি. তপোবন আশ্রম আঞ্চলিক শাখাসমূহের সাথে পরিচিতি ও সমন্বয় সভা কেন্দ্রীয় তপোবন আশ্রম, দোহাজারী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে প্রতিটি আশ্রমের কার্যক্রমকে আরো শক্তিশালী ও গতিশীল করতে করণীয় বিষয়ে তপোবন আশ্রমের বিভিন্ন আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ সভায় তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন। সংগঠনের কার্যক্রমকে সক্রিয় করতে ও আশ্রমের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে বিভিন্ন মতামত, পরামর্শ ও প্রস্তাবনা সভায় তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি শ্রী শান্তি বিকাশ দত্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তপোবন আশ্রম তথা বাংলাদেশ-ভারতের সকল তপোবন আশ্রমের আশ্রমাধ্যক্ষ শ্রীশ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ।

সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রসেনজিৎ দাশগুপ্ত। এতে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যান্য সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।- প্রেস বিজ্ঞপ্তি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর