আজ ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার


কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সোহেল আরমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

গ্রেপ্তার মো. সোহেল আরমান কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর আজিমপাড়ার আব্দুল মোনাফ এর ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, সরকার পতনের পর বিভিন্ন দল ও নিষিদ্ধ সংগঠনের পক্ষে নানা তৎপরতা শুরু করায় বিশেষ অভিযান চলছে। এতে সোহেল গ্রেপ্তার হয়েছেন। এর আগেও সোহেলের বিরুদ্ধে থানায় মারামারিসহ বিভিন্ন মামলা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর