চাটগাঁর সংবাদ ডেস্ক
চট্টগ্রামের কর্ণফুলীতে মোঃ আহম্মদ আলী (৩৯) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাত এগারোটা ৪০ মিনিটের দিকে চরলক্ষ্যা ১নম্বর ওয়ার্ড তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তার মোঃ আহম্মদ আলী (৩৯) চরলক্ষ্যা ১নম্বর ওয়ার্ড ব্যাঙের গুষ্ঠি এলাকার মৃত রৌশন আলীর ছেলে। তিনি চরলক্ষ্যা ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এক আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর চাঁদগাঁও থানায় মামলা থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেখানেই সোর্পদ করা হয়।
Leave a Reply