আজ ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে পেশাজীবি গাড়িচালকদের রিফ্রেশার কর্মশালা অনুষ্ঠিত


আনোয়ার হোছাইন

” ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার ” এই প্রদীপাদ্য কে সামনে রেখে পেশাজীবী গাড়িচালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার সার্কেল’র সহযোগিতায় জেলা শহরের অরুণোদয় স্কুল হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার বিআরটি’র সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরীর সভাপতিত্বে এতে সচেতনতা বৃদ্ধিমূলক বক্তব্য রাখেন – কক্সবাজার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শাহ ফাহিম আহামাদ ফয়সাল ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবুর রহমান, বিআরটিএ মোটরযান পরিদর্শক মোঃ মামুনুর রশীদ ।

বক্তারা পেশাজীবী চালকদের উদ্দেশ্যে বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভারটেকিং করবেন না, আপনারা একটানা ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি চালাবেন। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করবেন না, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না।

বিআরটিএ সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী বলেন, বিআরটিএ প্রশিক্ষণে নিরাপদ সড়কের গুরুত্ব ও সড়ক দুর্ঘটনার কারণ এবং প্রতিকার সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। সড়ক পরিবহন আইন ২০১৮-এর আওতায় বিভিন্ন অপরাধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর