মহান বিজয় দিবস উপলক্ষে এপেক্স ক্লাব অব সাঙ্গু, বান্দরবান ও নীলাচলের যৌথ উদ্যোগে সোমবার (১৬ ই ডিসেম্বর) বান্দরবান জাতীয় স্মৃতিসৌধে শ্রাদ্ধানিবেদন , দুস্থ ও অসহায় মহিলাকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের এন এ ডি এপেক্সিয়ান শুপঙ্কর বড়ুয়া, পিডিজি এপেক্সিয়ান মোঃ কামাল পাশা, এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এন্ড চার্টার্ড প্রেসিডেন্ট এবং জেলা – ৩ গভর্নর (২০২৫) পদপ্রার্থী এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, এপেক্স ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট মোঃ মোজাম্মেল হক, এপেক্স ক্লাব অব সাঙ্গুর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, এপেক্স ক্লাব অব সাঙ্গুর ২০২৫ বর্ষের প্রেসিডেন্ট এপেক্সিয়ান বিরুলাল তঞ্চাঙ্গা, এপেক্স ক্লাব অব পটিয়ার সদস্য এপেক্সিয়ান মোঃ রমজান আলী, এপেক্সিয়ান শহিদুল ইসলাম প্রমুখ।
Leave a Reply