আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এপেক্স ক্লাব অব সাঙ্গুর দ্বিতীয় বোর্ড সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি:

এপেক্স ক্লাব অব সাঙ্গুর দ্বিতীয় বোর্ড সভা গত ১১ মার্চ (মঙ্গলবার) ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান বিরু লাল তঞ্চঙ্গা এর সভাপতিত্বে ও সেকেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর মাস্টার মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় বান্দরবান সদরের ক্যাফে তং রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক ও জেলা -৩ এর প্রধান উপদেষ্টা মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, এপেক্স বাংলাদেশ জেলা -৩ এর গর্ভণর সৈয়দ মিয়া, আইপিপি এপে. ইউনিলা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে: প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, সেবা পরিচালক এপে. প্রো কান্তি তঞ্চঙ্গা, পাবলিক স্পিকিং এন্ড রিলেশনশিপ ডিরেক্টর এপে: কে সিং মং মারম, মোহাম্মদ ইয়াসিন আরাফাত প্রমুখ।

সভায় সকলের সম্মতিক্রমে রমজান মাসে ক্লাবের দুটি ডিনার মিটিং, এতিমদের সম্মানে বান্দরবান এতিমখানায় ইফতার মাহফিল এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এপেক্স ক্লাব অব বান্দরবান, এপেক্স ক্লাব অব সাঙ্গু ও এপেক্স ক্লাব অব নীলাচলের যৌথ উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর