আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এপিপি এডভোকেট রাশেদ পারভেজ নিজ এলাকায় সংবর্ধিত


রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আইনজীবী পরিবারের কৃতি সন্তান, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর(এপিপি) নিযুক্ত হওয়ায় নিজ এলাকায় সংবর্ধিত হলেন এডভোকেট রাশেদ পারভেজ।

শুক্রবার(১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজানগর রানীরহাটে এডভোকেট রাশেদ পারভেজ’কে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছেন রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, জিয়া মঞ্চ, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতি, রানীরহাট সিএনজি চালক সমিতি’র নেতৃবৃন্দরা। একি সাথে তাকে বিভিন্ন সামাজিক সংগঠন পারিবারিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।

এডভোকেট রাশেদ পারভেজ রাঙ্গুনিয়া ল’ স্টুডেন্টস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাবেক সফল সভাপতি এবং রাঙ্গুনিয়া-সহ বিভিন্ন এলাকার সংগঠনের প্রতিষ্ঠাতা ও দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা একজন । এছাড়াও তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী ফোরামের সদস্য ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি’র লিগ্যাল এইড কমিটির সদস্য।

এডভোকেট রাশেদ পারভেজ উপজেলার ১নং রাজানগর ৯নং ওয়ার্ড পশ্চিম হালিমপুর বাইশ্যেরবাড়ি হাজী নবীর হোসেন রাজু সওদাগরের পুত্র। এছাড়াও তিনি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল হোসেন চৌধুরী’র ভগ্নিপতি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর