আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উপজেলা ফটিকছড়ির সাধারন মানুষ টি,সি,বির পণ্য পেতে অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবী


আব্দুল কাদের চৌধুরী,স্টাফ রিপোর্টার >>>
চট্টগ্রাম জেলার উপজেলা ফটিকছড়ির ১৮ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার সাধারন মানুষ টি.সি.বির পণ্য ক্রয় থেকে বঞ্চিত বলে এলাকাবাসী জানান। দীর্ঘদিন ধরে আওয়ামী পরিবার সমর্থিত লোকজনকে ছাড়া সাধারন মানুষের মধ্যে টি.সি.বির পণ্য ক্রয়ের কার্ড বিতরণ করা হয়নি। ফলে ,সমষ্টিগত সাধারন মানুষ বঞ্চিত হচ্ছে। আওয়ামী সমর্থিত সাবেক চেয়ারম্যান ও মেম্বারগন তাদের পছন্দমত আওয়ামী পরিবারদের মধ্যে উক্ত কার্ড বিতরন করেছে। কিন্তু কার্ড প্রদানের পূর্বে এলাকাবাসীদের মধ্যে কোন প্রচার না করায় অনেকেই টি.সি.বির কার্ড পায়নি। এলকাাবাসী আরো জানান, গোপনে গোপনে আওয়ামী সমর্থিত পরিবারের মধ্যে কার্ড প্রদান করা হয়েছে। উপজেলা ফটিকছড়ির ভুজপুর ও ফটিকছড়ি দুটি থানা ও ফটিকছড়ি ও নাজিরহাট দুটি পৌরসভার প্রায় ৮ লক্ষ মানুষ জানান, উত্তরাঞ্চল, মধ্যস্থল ও দক্ষিনাঞ্চল তিনটি বাজারে প্রকাশ্যে কার্ড ছাড়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টি.সি.বির পণ্য বিক্রয় করা হলে সাধারন মানুষ উপকৃত হবে। অন্যথায় টি.সি.বির পণ্য বন্ধ করে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি এলকাাবাসী জোর দাবী জানায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর