আজ ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ার ইউপি’তে উপভোগীদের চাল বিতরণ না করে মজুদ! গুদামে তালা দিলো প্রশাসন


শ.ম.গফুর:

কক্সবাজারের উখিয়ায় জালিয়াপালং ইউনিয়ন পরিষদে হতদরিদ্র উপকারভোগীদের চাল বিতরণ না করে, বাইরে বিক্রির উদ্দেশ্যে মজুদ করার অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসলে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে গুদামে তালা দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন জালিয়াপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে অতিরিক্ত চাল মজুদ রাখার বিষয়ে এক ওয়ার্ডে বিতরণ না করা চাল আগামী রবিবার বিতরণ করার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি।

জানা যায়, জালিয়াপালং ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধ‌রে সরকারি চাল বিক্রি কর‌ছে একটি চক্র। হতদ‌রিদ্রদের মা‌ঝে ঠিকমতো বিতরণ না করে কা‌লোবাজা‌রি করার জন্য একটি রুমে মজুদ ক‌রে রাখ‌তো উপকারভোগীদের বরাদ্দ থেকে আত্মসাত করা চাল। প‌রে সেখা‌ন থে‌কে ট্রাক‌যো‌গে দে‌শের বি‌ভিন্ন খাদ্য গুদাম ও চা‌লের ডিলার‌দের কা‌ছে বি‌ক্রি কর‌তেন।

স্থানীয়রা জানান,৮টি ওয়ার্ডের চাল বিতরণ শেষে ১ ওয়ার্ডের চাল ছাড়াও অতিরিক্ত আরও সাড়ে ৫শ বস্তা চাল মজুদ রাখা হয়। যা হতদরিদ্রদের মাঝে বিভিন্ন অজুহাতে বিতরণ না করে মজুদ করে রাখা হয়েছিলো। পরিষদে এরকম অনিয়ম রুখে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

জালিয়াপালং ইউনিয়ন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি জানান,বিতরণের চেয়ে অতিরিক্ত কিছু চাল মজুদ ছিলো, যার বিষয়ে চেয়ারম্যান জানবেন বলে জানান তিনি। এ বিষয়ে চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর