ভ্রাম্যমাণ প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল এলাকার প্রবাসী নুরুল আলমের স্ত্রী, তিন সন্তানের জননী কহিনুর পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।এবিষয়ে নুরুল আলমের পিতা ঠান্ডা মিয়া বাদী হয়ে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২০ ডিসেম্বর) জুমার নামাজের সময় স্বামী নুরুল আলমের পাঠানো অর্থ ও স্বর্ণালংকার নিয়ে ৩ সন্তানের জননী কহিনুর খানম পরকিয়া প্রেমিক মোহাম্মদ আরমানের হাত ধরে পালিয়ে যান।
মোহাম্মদ আরমান জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মাহমুদুল হকের পুত্র। স্ত্রী’র এহেন খবর শুনে ওমান প্রবাসী নুরুল আলম অসুস্থ পড়েন। তিনি ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। এ বিষয়ে উখিয়া থানা’র অফিসার ইনচার্জ আরিফ হোসাইন বলেন, অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply