শ.ম.গফুর >>> কক্সবাজারের উখিয়ার থাইংখালীর চোরাখোলা নামক বনভুমির জায়গায় থাইংখালী খাল থেকে অবৈধ বালু উত্তোলন মহালে উখিয়া উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান পরিচালনা করেছে।এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহ্নত ২টি ড্রেজার মেশিন ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ করেছে।১৫ জানুয়ারী দিনের ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন ও সহকারী বন সংরক্ষক(এসিএফ) মো. মনিরুল ইসলাম।এসময় উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান,থাইংখালী বনবিট কর্মকর্তা বিকাশ দাশ,উখিয়া সদর বিট কর্মকর্তা রনি ছাড়াও ওয়ালা পালং ও ভালুকিয়ার বিট কর্মকর্তা সহ সঙ্গীয় বনকর্মী এবং বনজায়গীদার গণ সাথে ছিলেন।অভিযান কালে জব্দ করা ২টি ড্রেজার মেশিন ও ৮ হাজার ঘনফুট বালু স্থানীয় ইউপি’র চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।
Leave a Reply