আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে সরঞ্জাম সহ – ১১ জুয়াড়ি আটক


শেফাইল উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওতে থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম সহ ১১ জুয়াড়িকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল)রাত ১ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব বামনকাটা আব্দুল হকের মুদির দোকানে এ অভিযান চালানো হয়।

জানা যায়, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মসিউর রহমানের নির্দেশে এস আই সনক কান্তি দাসের নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বর্নিত এলাকা থেকে জুয়া খেলা চলমান অবস্থায় ১১জন জুয়াড়িকে খেলার সরঞ্জাম সহ আটক করে। আটককৃত জুয়াড়িরা হল নুরুল আজিম (২৪), পিতা- নজির আহমদ, নুরুল আবছার (২৯) , পিতা- মনির আহমদ, রবিউল (২৩), পিতা- নুরুল আজিম, মনির (৩০), পিতা- মৃত জামাল , আনোয়ার হোসেন (২৫), পিতা- মোক্তার হোসেন, মোঃ রাসেল (২০), পিতা- নুরুল বশর, মোঃ রফিক(২১), পিতা- রমজান আলী, আব্দুল হাকিম(৪০), পিতা- মৃত হাফিজুর রহামন, সর্বসাং- পূর্ব বামন কাটা, মোঃ জাবেদ (২৮), পিতা- মৃত শামশুল আলম, সাং- আউলিয়াবাদ, মোঃ শাফি(৩৬), পিতা- মোঃ মোক্তার, সাং- হাজি পাড়া, আবুল হোসেন (৫০), পিতা-মৃত মোঃ আলী, সর্ব সাং- ভিলেজারপাড়া, সর্ব থানা- ঈদগাঁও।

অভিযান পরিচালনাকারী পুলিশ এস আই চনক কান্তি দাসের সাথে কথা হলে অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়া খেলার সরঞ্জামাদি সহ জুয়া খেলা অবস্থায় গ্রেফতার জুয়াড়িদের আদালতে প্রেরণ করা হয়েছে। সচেতন মহল এ অভিযান জোরদার করার দাবি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর