নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের ঈদগাঁওতে বৃষ্টির মত গুলি বর্ষন করে গরু লুট করেছে সশস্ত্র ডাকাতদল। সোমবার (১০ মার্চ ) রাত একটার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালির ছড়া উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
ডাকাতির শিকার নুরুল আলম উক্ত এলাকার শরাফত আলীর ছেলে ।
নুরুল আলম জানান, গভীর রাতে সশস্ত্র ডাকাত দল তার বাড়ির আঙিনার গোয়াল ঘরে হানা দিয়ে গরু গুলো গাড়িতে তুলতে শুরু করে। ঘরের ভিতর থেকে এটি বুঝতে পেরে ছেলে জয়নাল আবেদীন বের হলে তাকে মারধর করে এবং ১০/১৫ মিনিট টানা গুলি বর্ষণ করে দু’টি গরু নিয়ে ডাকাতরা মহাসড়কের দিকে চলে যায়। এসময় ডাকাতদলের সাথে মোটরসাইকেলও ছিল। লুটকৃত গরুর আনুমানিক মূল্য আড়াই লক্ষাধিক টাকা হতে পারে বলে জানান স্থানীয়রা।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, থানা থেকে তার এলাকায় পৌঁছাতে ১০/১৫ মিনিট লাগে। সংবাদ পাওয়ার দুই ঘন্টা পর পুলিশ পৌঁছে । এদিকে জেলা পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ: মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,গোলাগুলির সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছার পুর্বে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান,ঐ রাস্তা দিয়ে এলাকার চিহ্নিত কিছু অপরাধীর ছত্রছায়ায় নিয়মিত মায়ানমারের গরু পাচার হয় । এরাই এ গরু ডাকাতির ঘটনায় জড়িত।
Leave a Reply