আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদগাঁওতে বনফুলের নতুন শাখার শুভ উদ্বোধন


শেফাইল উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওতে বনফুলের নতুন শাখার শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৭ই এপ্রিল), সকাল ১১টায় ঈদগাঁও বাসস্টেশনসংলগ্ন কেজি স্কুল গেইটের বিপরীতে বনফুলের দ্বিতীয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয় । ঐতিহ্যবাহী চট্টগ্রামের সুনামধন্য প্রতিষ্ঠান বনফুল অভিজাত মিষ্টি বিপনী এবার ঈদগাঁওয়ে যাত্রা শুরু করলো নতুন রূপে, নতুন আঙ্গিকে।

উপস্থিত ছিলেন বনফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্বাস উদ্দিন, ব্যবস্থাপক আমানুল আলম,ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল কালামসহ রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অতিথিদের মিষ্টিমুখ করান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মনজুর আলম।

এসময় বক্তারা বলেন, গুণগত মান, পরিচ্ছন্ন পরিবেশ, বিশ্বস্ততা ও গ্রাহকসেবায় বনফুল একটি বিশ্বস্ত নাম। নতুন শাখাতেও এই সুনাম ধরে রাখবে প্রতিষ্ঠানটি।

বনফুলের পক্ষ থেকে জানানো হয়, তারা সর্বদা ন্যায্যমূল্যে মানসম্পন্ন খাদ্যসামগ্রী, উন্নত সেবা ও সদাচরণে গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি দিতে অঙ্গীকারবদ্ধ। উদ্যোক্তা পরিচালক জাহেদুল ইসলাম বলেন ঐতিহ্য ও গুণগত মান বজায় রেখে আমরা প্রতিটি গ্রাহকের কাছে সেবা পৌঁছে দিতে চাই। ঈদগাঁওবাসীর ভালোবাসা ও আস্থাই আমাদের পথচলার প্রেরণা। উল্লেখ্য ঈদগাঁও বাজারের ডিসি সড়কে প্রথম শাখা রয়েছে। সুনামের সাথে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর