শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ এর ব্যাবস্থপনায় চট্টগ্রাম আগ্রাবাদস্থ কমপ্লেক্সে ২০ দিনব্যাপী দারসুল কুরআন ও ইফতার মাহফিল ১১মার্চ মঙ্গলবার ১০তম রমজান, চট্টগ্রাম বায়তুশ শরফ আর্দশ কামিল এমএ মাদ্রাসার বিভাগীয় প্রধান অর্নাস, মাওলানা ড. আব্দুল জলিল,এতিম ও অসহায়দের অধিকার রক্ষায় ইসলাম বিষয়ে আলোচনায় বলেন ইসলাম দয়া ও ভালোবাসার ধর্ম।
এই ধর্ম হৃদয়ে আশার প্রদীপ প্রজ্বালন করে। অসহায়ের দায়িত্ব নিতে উদ্বুদ্ধ করে। ইসলাম ন্যায় ও ইনসাফের ধর্ম। এই ধর্মের মহান শিক্ষা হচ্ছে, আল্লাহ প্রদত্ত ধন-সম্পদ ও প্রাচুর্যের অধিকারী হলে নিজের ও পরিবারের পাশাপাশি সমাজের দায়িত্বও পালন করতে হবে। তিনি আর বলেন এখানে এতিমের অধিকার সম্পর্কে আলোচনা করা হলো এতিমের দায়িত্ব গ্রহণে মর্যাদা ও নির্দেশনা সম্পর্কিত আয়াতগুলো পবিত্র কোরআনে অনেক। এক আয়াতে এসেছে, ‘তারা তোমাকে এতিম সম্পর্কে জিজ্ঞেস করে।
বলে দাও, তাদের ইসলাহ তথা সুব্যবস্থা (পুনর্বাসন) করা উত্তম. অর্থাৎ আপনি যদি তাদের উন্নয়নে কল্যাণমূলক কিছু করতে চান, তাহলে তাদের ইসলাহ তথা সার্বিক দেখভালের সুব্যবস্থা করুন। যারা এতিমের প্রতি অবিচার করে, আল্লাহ তাআলা তাদের ভর্ৎসনা করে বলেন, ‘অসম্ভব, (কখনোই নয়) বরং তোমরা এতিমের সম্মান রক্ষা করো না।
সহকারী শিক্ষক আবদুল মোমেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক শাহাজাদা মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মজিদী, মোহাম্মদ আব্দুল লতিফ,সাংবাদিক সোহেল তাজ,হাফেজ মাওলানা ফুরকান, প্রমুখ।
চা-সংবাদ২৪.কম/এস.টি
Leave a Reply