মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী ইসলামপুর মাখযানুল উলুম মাদ্রাসার বার্ষিক পরিক্ষা শুরু হয়েছে। এদিকে পরিক্ষা’র হল পরিদর্শন করেন মাদ্রাসার নবগঠিত পরিচালনা কমিটি।
রোববার(২৪ নভেম্বর) সকাল ৯টায় নবগঠিত কমিটি’র সভাপতি আব্দুল মান্নান রনি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ খোরশেদ আলম মাদ্রাসার পরিক্ষার হল পরিদর্শন করেন। পরে মাদ্রাসার হলে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক’কে মাদ্রাসার পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন পরিচালক ও শিক্ষকগণ।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির উপদেষ্টা হাজী আহমদ মিয়া কোম্পানি, ইসলামপুর মাখযানুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল আমিন, শিক্ষা পরিচালক মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজী আব্দুস সত্তার, হাজী জেবল হোসেন, অডিট কমিটির সদস্য ডা. মাহাবুব আলম, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মালেক, মাওলানা জহুরুল ইসলাম, কারী শামসুল আলম।
ইসলামপুর মাখযানুল উলুম ১৯৫২ সালে মহুম মাওলানা কবির আহমদ এলাকাবাসীদের নিয়ে প্রতিষ্ঠান করেন। প্রতিষ্ঠার পর থেকে উত্তর রাঙ্গুনিয়ায় দ্বীনের আলো ছড়াচ্ছেন প্রতিষ্ঠানটি। এ মাদ্রাসা থেকে হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সরকারী বেসরকারী বিভিন্ন স্থানে চাকুরী করছেন। এছাড়াও সমাজে একজন ভাল আলেম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে মাদ্রাসার নাজেরা বিভাগ, হিফজুর কোরআন বিভাগ, কিতাব বিভাগ, নূরানী কিন্ডারগার্টেনে প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী রয়েছে। ২৮ জন দক্ষ শিক্ষকের মাধ্যমে শিক্ষাদান ও অভিজ্ঞ পরিচালনা কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটির আরো ব্যাপকতা ছড়াবে বলেন মাদ্রাসা পরিচালনা কমিটি।
Leave a Reply