আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আর্থিক অনিয়মের দায়ে ওয়াসার দুই কর্মচারী আটক


অনলাইন ডেস্ক

চট্টগ্রাম ওয়াসার গ্রাহকের প্রায় ২৫ লাখ টাকার বিল আত্মসাতের অভিযোগে দুই কর্মচারীকে পুলিশে সোপর্দ করেছে কর্তৃপক্ষ। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে তাদের পুলিশে সোর্পদ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক কাজী শহিদুল ইসলাম ও চকবাজার থানা ওসি চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবীর।

আটকরা হলেন, ডাটা এন্ট্রি অপারেটর আজমীর হোসেন ও মিঠুন দাশ।তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি জাহেদুল কবির গণমাধ্যমকে বলেন, দুই কর্মচারীকে ওয়াসা কর্তৃপক্ষ পুলিশে সোপর্দ করেছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ বা এজাহার পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক কাজী শহিদুল ইসলাম জানান, আমরা এখন পর্যন্ত ২৪ লাখ ৬৬ হাজার টাকার অনিয়ম পেয়েছি। তদন্তের মাধ্যমে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা বের করা হবে। ওয়াসা কর্তৃপক্ষ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রস্তুত।

জানা গেছে, ২০১৯ সাল থেকে চক্রটি নিয়মিতভাবে গ্রাহকদের বিলের টাকা চুরি করে আসছিল। তারা গ্রাহকদের কাছ থেকে বিলের টাকা আদায় করে ওয়াসার কম্পিউটার সিস্টেমে জমা দেখালেও, প্রকৃতপক্ষে সেই অর্থ ওয়াসার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি। প্রাথমিক তদন্তে প্রায় ২৫ লাখ টাকার অনিয়ম শনাক্ত হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর