আজ ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক বিশ্বতান কতৃক বিজয় উৎসব “কথা-গান-নৃত্য-আবৃত্তি হৃদয়ে বাংলাদেশ” অনুষ্ঠিত


গত ৩০ ডিসেম্বর সোমবার থিয়েটার ইনস্টিটিউটে আন্তর্জাতিক বিশ্বতান কতৃক বিজয় উৎসব “কথা-গান-নৃত্য-আবৃত্তি হৃদয়ে বাংলাদেশ” অনুষ্ঠিত হয়। বিজয় উৎসবের আহবায়ক ছিলেন স্বপ্না জিমি ও নরেন সাহার সভাপতিত্বে ঝমকালো ভাবে অনুষ্ঠানের পালন করা হয়। এই বিজয় উৎসবের উদ্বোধক জনাব রিয়াজ ওয়ায়েজ(বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও সংগীত শিল্পী) প্রধান বক্তা সৈয়দ মোস্তফা আলম মাসুম(সেক্রেটারি জেনারেল,এশিয়া) প্রধান অতিথি অধ্যক্ষ ডঃ মোহাম্মদ সানাউল্লাহ(ট্রেজেরার আগ্রাবাদ মাও শিশু হাসপাতাল,অধ্যক্ষও প্রতিষ্ঠাতা মেরন সান স্কুল ও কলেজ), প্রধান আলোচক লায়ন মোহাম্মদ হোসেন মুন্না(জেনারেল সেক্রেটারি ইন্টারন্যাশনাল সিভিক ইউনিটি ফোরাম), সংবর্ধিত অতিথি মোহাম্মদ কামরুল ইসলাম (লেখক ও গণমাধ্যমকর্মী, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জামান- জাহান ফাউন্ডেশন), বিশেষ অতিথি হিসেবে ছিলেন – বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশ গুপ্ত (মৎস বিজ্ঞানী),ইন্জি.আবু ইউসুফ মজুমদার(সাহিত্যিক ও মানবাধিকার কর্মী),গ্রীণ লিফের সম্পাদক মেরিন প্রকোশৈলী,সংগঠক ও সামাজিক ব্যক্তিত্ব তসলিম হাসান হৃদয়,কামাল মোস্তফা চৌধুরী(প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান স্ট্যান্ডার্ড ব্যাংক লি.), এ আর এম কামরুল ইসলাম (চেয়ারম্যান আলোকিত সমাজ) রাশেদ হাসান (বাচিক শিল্পী ও প্রশিক্ষক,সংগঠক) দেবাশীষ রুদ্র(সংগঠক,বাচিক শিল্পী,অভিনেতা),জাহান বশীর(কেন্দ্রীয় মুখপাত্র, জাতীয় আবৃত্তি সম্মিলন), মামুনুর রশীদ(পি.এ.টু কমিশনার,ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসাইন(আন্তর্জাতিক পলিটিকাল এনালিস্ট এবং আই.এইচ.আর.চি প্রেস জার্নালিস্ট, কাস্টমস ও ভ্যাট), রুহুল আমিন সালমান( ব্যবসায়ী ও সংগঠক), এম.ডি মাহবুবুল রহমান (চেয়ারম্যান এস.টি.আই এক্সপ্রেস,শামসুল হুদা আহমেদ ( প্রেসিডেন্ট ড্রীমস্ অফ আর্টিস্ট সোসাইটি), আব্দুল নুর (উপদেষ্টা, ব্যবসায়ী, সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ মানবাধিকার), মোঃ নাজিম উদ্দীন (সাগর) সভাপতি, এ কিউ এম মোসলেহ উদ্দিন প্রতিষ্ঠাতা আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশ, চট্টগ্রাম কমপ্লায়েন্স সোসাইটি (সিসিএস)অনিন্দিতা দাস সুমি(সংগীত শিল্পী ও সহ-সভাপতি(ঢাকা), মোহাম্মদ রমজান আলী(সংগীত শিল্পী ও সংগঠক) (ঢাকা), এন. হোসাইন (প্রতিষ্ঠাতা,ব্যাবসায়ী), সেলিম ভুঁইয়া (স্বদেশ আবৃত্তি সংগঠন), নাজিম উদ্দীন সাগর(চট্টগ্রাম কমপ্লায়েস্ সোসাইটি), নুরুল কাদের সোহেল ( মানবধিকার মানুষ), মোঃ ইসকান্দার প্রতিষ্ঠাতা আলহাজ ফয়েজ ট্রেডাস, বাবুল ভান্ডারী(প্রতিষ্ঠাতা ভান্ডারী মিউজিক সেন্টার) জামান(বিজনেসম্যানও পরিচালক), লায়ন আশীষ ভট্টাচার্য (এমজেএফ রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার), লায়ন ইন্জি. নাঈম সারওয়ার (ডিসট্রিক্ট সেক্রেটারি লায়ন্স ইন্টারন্যাশনাল), লায়ন মোহাম্মদ আসিফ গনি (সাংস্কৃতিক কর্মী ও মানবাধিকার কর্মী) ইন্জি.ফয়সাল আহমেদ চৌধুরী (জি.এম আজিম গ্রুপ),ফারহানা আফরোজ ডিভিশন সেক্রেটারি ইউসিপিএলআরএফ,সেলিনা রহমান ( প্রিন্সিপ্যাল জামালখান গ্রামার স্কুল)বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চাষী, সাইদুর রহমান মিন্টু (উপদেষ্টা), নিবেদিতা আচার্য্য(সহ-সভাপতি),অপর্না রায় চৌধুরী (সাধারণ সম্পাদক)সহ কমিটির সদস্য, শিল্পী ও ঢাকা জেলার কমিটি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।আন্তর্জাতিক বিশ্বতানের ব্র্যান্ড এমব্রেসেডর,আন্তর্জাতিক শিল্পী,ফ্যাশন বিশেষজ্ঞ ফারাহ্ দিবা ইসমাইল,তাঁর ভিন্নধর্মী ড্যান্স কোওগ্রাফি থিম্ ড্রান্স ফর পিস পরিবেশন করেন এবং এই গানের মিউজিক কম্পোজিশনে ছিল আন্তর্জাতিক DOAS ব্র্যান্ড,তবলা সংগতে ছিলো আন্তর্জাতিক বিশ্বতানের প্রতিষ্ঠাতা সভাপতি নরেণ সাহা। তাঁর এই পারফর্মন্সের জন্য তাঁকে বিশ্বতানের পক্ষ থেকে এওয়ার্ড দেয়া হয়। বিশ্বতানের শিল্পীদের বৃন্দ, একক ও দলীয় পরিবেশনা ছিল নৃত্য, আবৃত্তি ও গানের। একক নৃত্য পরিবেশনা করেন আন্তর্জাতিক বিশ্বতানের নৃত্যকলা সম্পাদক দীপা ঘোষ।একক গান পরিবেশনা করেন শিল্পী তপন দাশ। সেই সাথে ইংলিশ গান পরিবেশন করেছে বিশ্বতানের শিল্পী সামায়রা সিকান্দার সাবিহা, সিজিয়ান সিকান্দার সাজিন।

এছাড়া প্রধান অতিথি সহ বিশেষ অতিথিদের আলোচনা, বক্তব্য পর্ব, গুনীজন সংবর্ধনা, বীর মুক্তিযোদ্ধা সম্মাননা, অতিথি সংবর্ধনা সহ শিল্পীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পরিশেষে আন্তর্জাতিক DOAS ব্যান্ডের গানের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। DOAS ব্যান্ডকে বিশ্বতানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আন্তর্জাতিক বিশ্বতানের পক্ষ থেকে দেশের সকল শিল্পী, গুণিজন, বীর মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের সবাইকে শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন সাংগঠনিক সম্পাদক স্বপ্না জিমি ও সভাপতি নরেন সাহা।ধন্যবাদ জানানো হয় থিয়েটার ইন্সটিটিউট এর নাট্য ব্যক্তিত্ব রিপন বড়ুয়াকে,জিন্নাত আরা বেগম (অপরাজেয় বাংলা), এস. কে অফিস ও পুরো টীমকে,অরফিন আরিফ স্বেচ্ছাসেবী ফুলের হাসি ফাউন্ডেশন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর