আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামীতে শাসন-ক্ষমতা সৎ চরিত্রবান লোকের দরখার- শাহজাহান চৌধুরী


মুবিনুল হক চৌধুরী কক্সবাজার দক্ষিণ সংবাদদাতা >>> দেশে শান্তি-শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে শাসন-ক্ষমতা সৎ চরিত্রবান ও যোগ্য লোকদের হাতে থাকা প্রয়োজন ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া শান্তি নগর ওয়ার্ড জামায়াতের সমাবেশে শাহজাহান চৌধুরী দেশে শান্তি-শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে দেশের শাসন-ক্ষমতা সৎ, চরিত্রবান ও যোগ্য লোকদের হাতে থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।জুমাবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকলিয়া থানার ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া শান্তিনগর সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণমুলক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হবে।বিশেষ অতিথি বক্তব্যে, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী বলেন, আল কোরআনের সমাজ প্রতিষ্ঠা ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। স্বাধীনতার পর থেকে কোন সরকারই মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। মহান আল্লাহ মানুষ সৃষ্টির পাশাপাশি তাদের রাষ্ট্র পরিচালনার জন্য যে কোরআন পাঠিয়েছেন সেই কোরআনের শাসনের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব।ওয়ার্ড সভাপতি নুর হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ইছহাকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাকলিয়া থানা জামায়াতের আমীব আবদুল জাব্বার, আলহাজ্ব আহমদুল হক, মুফিজুর রহমান, ফরিদ উদ্দীন বাকলিয়া থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আমীর মুহাম্মদ কামাল হোসাইন,১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড সেক্রেটারি ওহিদুল কাদের চৌধুরী বিএম সম্পাদক ইকরামুল হক অফিস সম্পাদক এহছানুল হক মিলন, মাহমুদুল করিম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর