মোঃ নজরুল ইসলাম:
চট্টগ্রাম দক্ষিণ জেলা জমায়াত ইসলামীর উদ্যোগে ২৮ অক্টোবর ২০২৪ ইং সাতকানিয়া উপজেলার কেরানীহাট সী ওয়ার্ল্ড রিসোর্ট সেন্টার মাঠে বিকাল ৩ ঘটিকার সময় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ সাতকানিয়া উপজেলার কালিয়াইশ, কেঁওচিয়া, বাজালিয়া,ঢেমশা, নলুয়া পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে সসমাবেশ স্থলে উপস্থিত হন দীর্ঘদিন পরে সমাবেশ হওয়ায় নেতাকর্মী’রা আনন্দিত।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক মুহাম্মদ বদরুল হক এর সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবুল ফয়েজ, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী মুহাম্মদ ইছহাক, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, লোহাগাড়া জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ, বাঁশখালী জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, উত্তর সাতকানিয়া সাঙ্গু সাংগঠনিক থানার আমীর আব্দুল জলিল, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি আসিফুল্লাহ আরমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমীর জাফর সাদেক বলেন খুনি হাসিনার নির্দেশে ২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামিলীগ তার সন্ত্রাসী বাহিনী লগি বৈঠা দিয়ে সারা দেশে ১৪ জন মানুষকে হত্যা করে। এই নৃশংসতায় জড়িত সকল খুনিদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবী জানান।
Leave a Reply