আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অবিনব কায়দায় পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় চন্দনাইশে ১ মাদক কারবারি আটক


মো. নুরুল আলম, চন্দনাইশঃ

চট্টগ্রামের চন্দনাইশে পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে ৭শত ৯০ পিস ইয়াবাসহ মোস্তাক আহমদ প্রকাশ কুলু (৪৩) এক মাদক কারবারিকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। শনিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে কাঞ্চনাবাদ ইউনিয়নের বিজিসি ট্রাস্ট বিশ্ব বিদ্যালয়ের প্রধান গেইটের সামনে সন্দেহজনক আটক করতঃ জিজ্ঞাসাবাদ করলে তার পেটে ইয়াবা রয়েছে এবং কিছু খাইলে কিছুক্ষন পর বের হবে বলে জানানোর পর তাকে আটক করা হয়।

পরবর্তীতে বিশেষ কৌশলে পায়ুপথ দিয়ে অপসারণ করে ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত হলেন মোস্তাক আহমদ প্রকাশ কুলু (৪৩) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উত্তর হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ড হোয়াইক্যং বিজিবি চেকপোষ্ট এলাকার মৃত নুর আহম্মদের ছেলে। পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে কাঞ্চনাবাদ ইউনিয়নের বিজিসি ট্রাস্ট বিশ্ব বিদ্যালয়ের প্রধান গেইটের সামনে সন্দেহজনক তল্লাশীর সময় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে বিশেষ কায়দায় পেটের ভেতর করে তারা ইয়াবা পাচার করছে। কিছু খাইলে কিছুক্ষন পর বের হবে বলে জানানোর পর তাকে আটক করা হয়।

পরবর্তীতে আসামিকে থানায় নিয়ে বিশেষ কৌশলে তার পেট থেকে স্কষ্টেপ দিয়ে বানানো ১৬ টি ট্যাবলেট আকৃতির প্যাকেটের মধ্যে মোট ৭শত ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার ওজন- ৭৭ গ্রাম। ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন জানান, পেটের ভেতরে করে অবিনব কায়দায় ইয়াবা পাচারকালে ১ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর