সোমবার, ৮ মার্চ ২০২১ ০৬:১৭ এএম
রমজান সামনে রেখে ভোগ্যপণ্য সিন্ডিকেটের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চসিকের সদ্যবিদায়ী প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সদ্যবিদায়ী চসিক প্রশাসকের উত্তর কাট্টলীর বাসভবনে নাগরিক উদ্যোগের নীতি নির্ধারণী সভায় তিনি এ আহ্বান জানান।
নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন রাজনীতিবিদ ইন্দু নন্দন দত্ত, চট্টগ্রাম চেম্বারের পরিচালক সৈয়দ ছগীর আহমদ, দীপঙ্কর চৌধুরী কাজল, আলাউদ্দিন আহমেদ চৌধুরী, আবদুচ ছালাম, এসএম আবু তাহের, আবদুর রহমান মিয়া, মো.
হারুন, মহিউদ্দিন আহমেদ, সাইদুর রহমান, এজহারুল হক, ছালেহ আহমদ জঙ্গী, নুরুল কবির, মোরশেদ আলম, কামরুল হোসেন, মো. শাহজাহান, মো. সেলিম, শিশির কান্তি বল, ডা. অঞ্জন কুমার দাশ, মো. জানে আলম, অনির্বাণ দাশ বাবু, শেখ মামুনুর রশিদ, সমীর মহাজন লিটন, জাহাঙ্গীর আলম, সাইফুল্লাহ আনছারী, সোলেমান সুমন, শহিদ উল্লাহ লিটন, নাছির উদ্দিন, মো. ওয়াসিম, জমির উদ্দিন মাসুদ, মো. সেলিম, মো. বেলাল, মনিরুল হক মুন্না, তানভীর হাসান, উৎপল দত্ত, মো. জাবেদ, মো. এমরান, সালাউদ্দিন জিকু, হাসান মুরাদ প্রমুখ।
সুজন বলেন, প্রতিবছরই রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু সিন্ডিকেট অহেতুক দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনগণকে ভোগান্তিতে ফেলে। আসন্ন রমজানকে কেন্দ্র করে তাদের সে অপতৎপরতা এখন থেকেই শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। প্রতিবছর রমজানকে ঘিরে সরকার দ্রব্যমূল্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য নানামুখী পদক্ষেপ নিয়ে থাকে। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ গোয়েন্দাসংস্থা দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বিভিন্ন কর্মতৎপরতা অব্যাহত রাখে। তাই সেই সময় দ্রব্যমূল্যের দাম বাড়ানোর ঝুঁকি না নিয়ে এখন থেকেই দ্রব্যমূল্যের দাম বাড়ানোর অসাধু তৎপরতায় লিপ্ত রয়েছে ঐ সিন্ডিকেট। যাতে রমজানকে কেন্দ্র করে তাদের অসাধু তৎপরতাগুলো লোকচক্ষুর অন্তরালে থেকে যায়।
আমরা নাগরিক উদ্যোগের পক্ষ থেকে এ ধরনের সব অসাধু তৎপরতার তীব্র নিন্দা জানাই। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে ঐসব সিন্ডিকেটের অপতৎপরতা রোধ করার জন্য এখন থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়ার সবিনয় অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে রমজানের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী এখন থেকে সরকারের পর্যাপ্ত মজুদ রাখার জন্য আহ্বান জানান তিনি।
কর্ণফুলী উপজেলা পরিষদ মিলায়তনে আন্তজার্তিক নারী দিবস উদযাপন উপলক্ষে ৮ই মার্চ সকাল ১১ ... বিস্তারিত
সিঙ্গাপুর ও শ্রীলংকার কলম্বো বন্দরে জাহাজজটের কারণে বাংলাদেশের আমদানি-রপ্তানি খরচ বেড়েছিল। ... বিস্তারিত
করোনাকালে মারা যাওয়া ২ হাজার ৬০ জনের গোসল, দাফন ও সৎকার করেছে গাউসিয়া কমিটির মানবিক কর্মীরা। এর ... বিস্তারিত
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হাজতি নিখোঁজের ঘটনা তদন্তে কারাগার পরিদর্শনে এসেছেন তদন্ত দল। ... বিস্তারিত
মানুষের কোলে পিঠে, হেসে খেলে বেড়ে উঠছে বাঘের শাবকটি। কখনো আঁচড় দেয়, কখনো ধারাল নখ লেগে ছিঁড়ে যায় ... বিস্তারিত
চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় প্যারাগন সিটি ভবনে মম্মি বড়ুয়া (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ... বিস্তারিত
বাংলাদেশ ও ভারতের বিদ্যমান আট ইস্যুতে দুদেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ ... বিস্তারিত
কর্ণফুলী উপজেলা পরিষদ মিলায়তনে আন্তজার্তিক নারী দিবস উদযাপন উপলক্ষে ৮ই মার্চ সকাল ১১ ... বিস্তারিত
সিঙ্গাপুর ও শ্রীলংকার কলম্বো বন্দরে জাহাজজটের কারণে বাংলাদেশের আমদানি-রপ্তানি খরচ বেড়েছিল। ... বিস্তারিত
করোনাকালে মারা যাওয়া ২ হাজার ৬০ জনের গোসল, দাফন ও সৎকার করেছে গাউসিয়া কমিটির মানবিক কর্মীরা। এর ... বিস্তারিত