সোমবার, ৮ মার্চ ২০২১ ০৫:৫৪ এএম
একেবারেই গ্রামের মেয়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তানিয়া সুলতানা। মাটির কাছেই বসবাস, আর গ্রামীণ পণ্য বিন্নি চাল, ফেলন ডাল, কালোজিরা চাল, নকশি কাঁথা নিয়েই তার উদ্যোক্তা হয়ে ওঠা। ২০০ টাকার পুঁজিতে অপ্রচলিত ‘চাল ভাজা’ পণ্য নিয়েই শুরু। এখন তার পুঁজির অংক প্রায় অর্ধলাখ টাকা। গ্রামে থেকেও ই-কমার্সের মাধ্যমে গ্রামীণ নারীরাও যে সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে- সাতকানিয়া উপজেলার তানিয়া সুলতানা তার অনন্য উদাহরণ।
জানা যায়, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দেউদিঘি ছড়ারকুল নামক গ্রামে তাদের বাড়ি। ৩ ভাই আর ৫ বোনের মধ্যে সবার
ছোট তানিয়া। উচ্চ মাধ্যমিক শেষ করা তানিয়ার বাড়িতে আর্থিক কোনো সমস্যা না থাকলেও বাবা বা ভাইদের মুখাপেক্ষী হয়ে থাকতে চাননি তিনি। এজন্য নিজের খরচ নিজেই যোগানোর একটা মানসিক তাগাদা ছিলো তার। জ্ঞান হবার পর থেকেই তার চিন্তা ভাবনা এমনই ছিলো।
তানিয়া জানান, কলেজে পড়ার বিরতিতে বেশ কিছু ছাত্র/ছাত্রীকে প্রাইভেট পড়াতেন তিনি। কিন্তু করোনার কারণে লকডাউন শুরু হলে কলেজ, টিউশনি সবই বন্ধ হয়ে যায়। ঘরে বসে অলস সময় কাটানোর চেয়ে কিছু করার চেষ্টা করেন তিনি। এই সময় ফেসবুকভিত্তিক বিভিন্ন ই-কমার্স গ্রুপ এবং উদ্যোক্তাদের নানামুখী সাফল্য দেখে উৎসাহিত হন তিনি। এরপর মাত্র ২০০ টাকা পুঁজিতে গ্রামের অপ্রচলিত পণ্য নিয়ে নিজেই শুরু করেন অনলাইন ব্যবসা।
এব্যাপারে তানিয়া সুলতানা বলেন, ‘হাতে থাকা মাত্র ২০০ টাকা পুঁজি নিয়ে ‘চাল ভাজা’ বিক্রির মাধ্যমে অনলাইনে ব্যবসা শুরু করি। ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে গ্রাম থেকে নগরীতে এক ক্রেতাকে চাল ভাজা সরবরাহ করি। এরপর ক্রমে নিজের ব্যবসার পণ্য হিসেবে যুক্ত করতে থাকি গ্রামের বিন্নি চাল, কালোজিরা চাল, ফেলন ডাল, রাজমা, নকশি কাঁথা ইত্যাদি। আমার ফেসবুক পেজের নাম ‘ঘরোয়া তৈরি পণ্য’। এই ফেসবুক পেইজ থেকে প্রথমে একটি দুটি অর্ডার পেলেও এখন প্রতিমাসে শত শত অর্ডার সরবরাহ করি।’
নিজের সব খরচ নিজেই চালিয়ে নিতে পারছেন জানিয়ে তানিয়া জানান, ২০০ টাকায় শুরু করলেও এখন এই পুঁজি ৫০ হাজার টাকা ছাড়িয়েছে। এই বিজনেসের আয় থেকেই নতুন বিনিয়োগ। এভাবেই বেড়েছে পুঁজি। এখন নিজের সব খরচ নিজেই চালিয়ে নিতে পারছেন তিনি। সবাইকে সময়ে সময়ে উপহারও দিতে পারছেন। পরিবারে মা, বাবা ভাই থেকে কোনো টাকা চাইতে হয় না। বরং অনলাইন ব্যবসার মাধ্যমে নিজের একটি পরিচিতি দাঁড়িয়ে গেছে।
তানিয়া সুলতানা আরও জানান, সাতকানিয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে ই-কমার্সের সঙ্গে যুক্ত হয়ে এখন ঢাকা-চট্টগ্রাম নগরীতে তার ব্যবসার বিস্তৃতি। বিভিন্ন স্থান থেকে গ্রামীণ পণ্যের অর্ডার পাচ্ছেন এবং সফলভাবে সরবরাহ করছেন।
কর্ণফুলী উপজেলা পরিষদ মিলায়তনে আন্তজার্তিক নারী দিবস উদযাপন উপলক্ষে ৮ই মার্চ সকাল ১১ ... বিস্তারিত
বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ এর ... বিস্তারিত
বোয়ালখালী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নে মেয়র প্রার্থী হতে ইচ্ছুক ১নং কধুরখীল ... বিস্তারিত
বোয়ালখালীর ৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে ... বিস্তারিত
চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ পুলিশ সাতকানিয়া থানার আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আনন্দ ... বিস্তারিত
চট্টগ্রামের সাতকানিয়া থানার আওতাধীন কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা সিএনজি স্টেশন সংলগ্ন ... বিস্তারিত
বাংলাদেশ ও ভারতের বিদ্যমান আট ইস্যুতে দুদেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ ... বিস্তারিত
কর্ণফুলী উপজেলা পরিষদ মিলায়তনে আন্তজার্তিক নারী দিবস উদযাপন উপলক্ষে ৮ই মার্চ সকাল ১১ ... বিস্তারিত
সিঙ্গাপুর ও শ্রীলংকার কলম্বো বন্দরে জাহাজজটের কারণে বাংলাদেশের আমদানি-রপ্তানি খরচ বেড়েছিল। ... বিস্তারিত
করোনাকালে মারা যাওয়া ২ হাজার ৬০ জনের গোসল, দাফন ও সৎকার করেছে গাউসিয়া কমিটির মানবিক কর্মীরা। এর ... বিস্তারিত