সোমবার, ৮ মার্চ ২০২১ ০৬:৪৭ এএম
চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকার পরিচিতি ‘বালুর টাল’ নামে। কর্ণফুলী নদী থেকে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে নৌকা ভর্তি বালু এনে রাখা হয় কালুরঘাট সেতু সংলগ্ন এলাকা ও সড়কের পাশে।
জানা গেছে, রেলওয়ের এস্টেট বিভাগ কালুরঘাট সেতুর নিচে একটি নৌ-ঘাট চলতি বছরের ৫ এপ্রিল পর্যন্ত মেয়াদে ইজারা দেয় হাজী মো. আলম নামে এক ব্যক্তিকে। এই ঘাটে প্রতিদিন আসছে বালুবোঝাই নৌ-যান। সেখান থেকে ট্রাকে বালু পাঠানো হয় বিভিন্ন স্থানে। নির্মাণকাজে ব্যবহার করা হয় এই বালু।
কর্ণফুলী নদীর রাউজান উপজেলা অংশে কোয়েপাড়া, খেলার ঘাট, লাম্বুর হাট, পাঁচখাইন,
নোয়াপাড়া ইউনিয়নের উভলং, পালোয়ান পাড়া, চৌধুরীহাট ও কচুখাইন এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়। বোয়ালখালীর কধুরখীল, চরণদ্বীপ, খরণদ্বীপ এলাকার প্রায় ২৩ কিলোমিটার নদীর তীরবর্তী এলাকায় ৩১টি পয়েন্টে বালু উত্তোলন করা হচ্ছে।
এছাড়া রাঙ্গুনিয়ার কোদালা মৌজার ডংখালে ৯.৭৩ হেক্টর, দাঙ্গার চরে ১৮.১০ হেক্টর, শিলক মৌজার তৈলাভাংগায় ১১.৬৪ হেক্টর, ফকিরাঘাটে ৭০ হেক্টর, শিলকে ২৫.৪২ হেক্টর, সরফভাটা মৌজার ১৫.১১ হেক্টর, কাউখালি মৌজার ১.০১ হেক্টর, চেংখালি মৌজার ৪৫ শতক এলাকায় বালুমহাল রয়েছে।
কালুরঘাটের নৌ-ঘাট ইজারাদার হাজী মো. আলম জানান, বন্দর থেকে আড়াই কোটি টাকায় লিজ নিয়ে তিনি ওই জায়গায় বালুর ব্যবসা করছেন। পাশাপাশি রেলওয়ের কাছ থেকে ২১ লাখ টাকায় ঘাট ইজারা নিয়েছেন। চৌধুরীহাট এলাকা থেকে উত্তোলন করা বালু কালুরঘাটে এনে রাখা হয়।
অভিযোগ রয়েছে, কর্ণফুলী নদীর আশপাশের এলাকায় রয়েছে বালু সিন্ডিকেটের দাপট। তারা ইজারাপ্রাপ্তদের বালু উত্তোলনে বাধা প্রদান ও চাঁদাবাজি করছে। বালু ব্যবসার জড়িতদের সঙ্গে কথা বলে জানা গেছে, একেকটি ড্রেজার দিয়ে দিনে ৩০-৫০ হাজার ঘনফুট বালু উত্তোলন করা যায়।
সিঙ্গাপুর ও শ্রীলংকার কলম্বো বন্দরে জাহাজজটের কারণে বাংলাদেশের আমদানি-রপ্তানি খরচ বেড়েছিল। ... বিস্তারিত
করোনাকালে মারা যাওয়া ২ হাজার ৬০ জনের গোসল, দাফন ও সৎকার করেছে গাউসিয়া কমিটির মানবিক কর্মীরা। এর ... বিস্তারিত
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হাজতি নিখোঁজের ঘটনা তদন্তে কারাগার পরিদর্শনে এসেছেন তদন্ত দল। ... বিস্তারিত
মানুষের কোলে পিঠে, হেসে খেলে বেড়ে উঠছে বাঘের শাবকটি। কখনো আঁচড় দেয়, কখনো ধারাল নখ লেগে ছিঁড়ে যায় ... বিস্তারিত
চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় প্যারাগন সিটি ভবনে মম্মি বড়ুয়া (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ... বিস্তারিত
এতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ... বিস্তারিত
বাংলাদেশ ও ভারতের বিদ্যমান আট ইস্যুতে দুদেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ ... বিস্তারিত
কর্ণফুলী উপজেলা পরিষদ মিলায়তনে আন্তজার্তিক নারী দিবস উদযাপন উপলক্ষে ৮ই মার্চ সকাল ১১ ... বিস্তারিত
সিঙ্গাপুর ও শ্রীলংকার কলম্বো বন্দরে জাহাজজটের কারণে বাংলাদেশের আমদানি-রপ্তানি খরচ বেড়েছিল। ... বিস্তারিত
করোনাকালে মারা যাওয়া ২ হাজার ৬০ জনের গোসল, দাফন ও সৎকার করেছে গাউসিয়া কমিটির মানবিক কর্মীরা। এর ... বিস্তারিত