মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ ০৭:০৫ এএম
লোহাগাড়া উপজেলার পুটিবিলায় কাবিননামা ছাড়া গৌড়স্থান অাখতারুলউলুম দাখিল মাদরাসার ৮ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ের অাকদ পড়ালেন পুটিবিলা চৌধুরীপাড়া জামে মসজিদের ইমাম মো: খালেক হোসেন। জানা যায় কিছুদিন অাগে পুটিবিলা ৭ নং ওয়ার্ডের মিয়ারবর বাড়ীর অাবুল হোসেনের পুত্র মো: মিজানের সাথে একই ওয়ার্ডের ভেল্লাবর বাড়ীর প্রবাসী মোহাম্মদ অালীর ৮ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে তাসপিয়া অাক্তারের বিয়ের কথা পাকাপোক্ত হয়। এরই সূত্র ধরে গত ২০ জুলাই বিকেলে সোনাইবরপাড়া জামে মসজিদে বিয়ের অাকদ অনুষ্ঠান অায়োজন। এরই মধ্যে বিষয়টি জানাজানি হলে পুটিবিলা ইউনিয়নের দায়িত্বে থাকা কাজী অাবদুস সোবাহান ওই ওয়ার্ডের মহুরি অাহমদ হোসেনকে অাকদ অনুষ্ঠানে না যেতে বলেন। পরে স্থানীয় ইউপি সদস্য মো:ইসহাকের উপস্থিতিতে কাজী-মহুরির অনুপস্থিতিতে কাবিননামা ছাড়া এ বাল্যবিবাহের অাকদ সম্পন্ন করা হয়।
এক প্রশ্নের জবাবে ইমাম মো: খালেক হোসেন বলেন,স্থানীয় ইসহাক মেম্বারের হুকুমে বিয়ের অাকদ পড়িয়েছি। তিনি অারো বলেন ইসহাক মেম্বার বলেছেন কোন সমস্যা হবেনা।অনলাইনে নতুন জন্মনিবন্ধনে মেয়ের বয়স ১৮ বছর ৭ মাস করে এনেছি। স্থানীয় ইউপি সদস্য মো:ইসহাক বলেন মাদরাসায় জমা দেয়া জন্মনিবন্ধনে বয়স ১৫/১৬ বছর হবে। তবে মেয়ে স্বশরীরে বেড়ে যাওয়ায় বিয়ের জন্য ১৮ বছর ৭ মাস করে নতুন জন্মনিবন্ধন অনলাইন করে দিয়েছি।
গৌড়স্থান অাখতারুল উলুম দাখিল মাদরাসার ৮ম শ্রেণীর নির্ধারিত শিক্ষক মো: মাহমুদুর রশিদ বলেন,তাসপিয়া অাক্তার পড়ালেখায় মোটামোটি ভাল ছিল। সে নিয়মিত মাদরাসায় ক্লাস করত। এ বয়সে তার বিয়ের খবর শুনে অামি খুবই মর্মাহত। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
জানতে চাইলে কাজী অাবদুস সোবাহান বলেন,অামার মহুরির মাধ্যমে জানতে পেরে ওই ছাত্রীর পরিবারের সাথে কথা বলেছি। পরিবারের সদস্যরা তাদের মেয়ে গৌড়স্থান অাখতারুলুম দাখিল মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্রী বলে স্বীকার করেছেন। তাই অামি সরকারী অাইনকে শ্রদ্ধা করে অামার মহুরিকে বাল্যবিবাহের অাকদ অনুষ্ঠানের না যাওয়ার জন্য বলে দিয়েছি। পরে জানতে পারলাম তারা স্থানীয় মসজিদের ইমামকে দিয়ে কাবিননামা ছাড়াই অাকদ পরিয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: তৌছিফ অাহমেদ জানান,বাল্যবিবাহ একটি বড় অপরাধ। বিষয়টি তদন্ত করে এ ঘটনার সাথে জড়িতদের অাইনের অাওতায় অানা হবে।
‘মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো’ এ স্লোগান নিয়ে শনিবার (৩ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ ... বিস্তারিত
কর্ণফুলী উপজেলা রত্ন বীর মুক্তিযোদ্ধা, ডাক্তার আব্দুল লতিফ আর নেই। শুক্রবার সকাল ১০,৩০ টায় ... বিস্তারিত
চন্দনাইশের পশ্চিম বৈলতলী ১ নং ওয়ার্ড লাল মিয়া মেম্বার বাড়ির ইসলামের দোকানের পিছনে সৌদি ... বিস্তারিত
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি উক্ত উপজেলার মানুষের পাশে থেকে করোনাভাইরাস থেকে রক্ষা ... বিস্তারিত
চট্টগ্রামের লোহাগাড়ায় ছৈয়দ নুর (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা করেছে ... বিস্তারিত
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বন্ধ হল খাল দখল। ২২ মার্চ রবিবার ... বিস্তারিত
‘মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো’ এ স্লোগান নিয়ে শনিবার (৩ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ ... বিস্তারিত
ফটিকছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ৩ বারের প্রধানমন্ত্রী বেগম ... বিস্তারিত
চকবাজার থানা ছাত্রলীগের পক্ষ থেকে নগরীর গুলজার মোড়,চকবাজার কাঁচা বাজার ও বিভিন্ন শপিং মলে ... বিস্তারিত
করোনায় সচেতনতা বৃদ্ধিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান ... বিস্তারিত